Haldia Municipality Scam: শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু - হলদিয়া পৌরসভা
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ এক বিজেপি (BJP) কর্মকর্তা তথা হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ (Police Investigation against BJP Leader Shaymal Adak) । অভিযোগ, হলদিয়া পৌরসভায় (Haldia Municipality) চেয়ারম্যান থাকাকালীন শ্যামল আদক কোটি কোটি টাকা টেন্ডার দুর্নীতি করেছেন ৷ এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে জানান, শ্যামল আদক হলদিয়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে । তাঁরা হলদিয়া পৌরসভার একাধিক নথি সংগ্রহ করেছেন । জাল নথি ব্যবহার করে বিভিন্ন নিয়োগে স্বজনপোষণ করা হয়েছে ৷ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST