G20 Summit in Delhi: রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর, সঙ্গী বাইডেন-সুনকরা; দেখুন ভিডিয়ো
Published : Sep 10, 2023, 2:21 PM IST
আজ জি-20 শীর্ষ সম্মেলনের শেষ দিন ৷ 10 সেপ্টেম্বর, রবিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন বিশ্ব এবং আন্তর্জাতিক সংগঠনের নেতারা ৷ এদিকে রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালেই মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে পৌঁছে গিয়েছিলেন ৷ একে একে সেখানে হাজির হলেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ৷
প্রধানমন্ত্রী অতিথিদের অভ্যর্থনা জানান ৷ তিনি সবার গলায় একটি অঙ্গবস্ত্রম বা স্টোল পরিয়ে দেন ৷ আজ তাঁর পিছন দিকে ছিল সবরমতী আশ্রমের পর্দা ৷ গুজরাতের আমেদাবাদে সবরমতী আশ্রমেই থাকতেন মহাত্মা গান্ধি ৷ 1970 সাল থেকে 1930 সাল পর্যন্ত তিনি এখানেই কাটিয়েছেন ৷ দেশের স্বাধীনতা সংগ্রামের একটি অন্য়তম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল এই আশ্রম ৷
প্রধানমন্ত্রী মোদি নিজেও আজ খাদির তৈরি সাদা কুর্তা, পাজামা পরেছিলেন ৷ বৃষ্টি মাথায় নিয়েই সেখানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন সুং, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আরও অনেকে ৷ প্রধানমন্ত্রী অতিথিদের কাছে জায়গাটির গুরুত্ব বুঝিয়ে বলেন ৷