পশ্চিমবঙ্গ

west bengal

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ETV Bharat / videos

PM Modi Playing with Children: কয়েন নিয়ে বাচ্চাদের সঙ্গে খেলায় মাতলেন মোদি, দেখুন ভিডিয়ো - দেখুন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 9:18 PM IST

বাচ্চাদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাও আবার কয়েন নিয়ে ৷ ছোট দুই খুদেকে কপালে কয়েন ঠেকানোর টেকনিক শেখাতে দেখা গেল তাঁকে ৷ এই সুন্দর মুহূর্তের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৷

জানা গিয়েছে, বাচ্চাদের সঙ্গে খোশমেজাজে মোদির ভিডিয়োটি বুধবারের ৷ রাঁচির রাজভবনে তোলা সেটি ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী শিশুদের কান টেনে ও কয়েন নিয়ে খেলা শেখাচ্ছেন । প্রথমে নিজের কপালে পরে শিশুদের কপালে মোদিকে কয়েনটি সাঁটাতে দেখা যায় ৷ এরপরে মাথায় সামান্য টোকা দিতেই কয়েনটি তাঁর হাতে পড়ে যায় । তা দেখে অবাক হয়ে যায় দুই খুদে ৷ 

বিপ্লবী সাঁওতাল নেতা বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দু'দিনের ঝাড়খণ্ড সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সফর চালাকালীন তিনি বুধবার রাঁচিতে শিশুদের সঙ্গে রাজভবনে কিছুটা সময় কাটান । এর আগে বুধবার প্রধানমন্ত্রী মোদি পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিরসা মুণ্ডা মেমোরিয়াল পার্ক ও স্বাধীনতা সংগ্রামী জাদুঘরে তাঁর 25 ফুট লম্বা মূর্তিতে মাল্যদান করেন ৷  বিরসা মুণ্ডা এখানে 9 জুন 1900 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন । 

ABOUT THE AUTHOR

...view details