Durga Puja 2023: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে জনসমুদ্র, যানজটে স্তব্ধ ভিআইপি রোড - যানজটে স্তব্ধ ভিআইপি রোড
Published : Oct 16, 2023, 1:52 PM IST
আনুষ্ঠানিকভাবে পুজো শুরু আগেই জনসমুদ্র শ্রীভূমি স্পোটিং ক্লাব এবং তার আশপাশের চত্বরে ৷ তার জেরে যানজটে নাকাল হচ্ছেন উল্টোডাঙা থেকে বিমানবন্দরের দিকে যাওয়া যাত্রীরা ৷ রবিরাব রাতের দিকে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ট্রাফিক সামলাতে রাস্তায় নেমে পড়েন পুলিশ কমিশনার গৌরব শর্মা ৷ একই পরিস্থিতি ছিল কেষ্টপুর থেকে উল্টোডাঙা দিকে যাওয়া সার্ভিস রোডেরও। মহালয় দিন থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজা মণ্ডপ দেখা যাচ্ছে।
মহালয়ার রাতেও কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এখানে ৷ শনিবার রাতে এই মণ্ডপে গিয়েছিলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান ৷ যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হয় লেকটাউন থানার পুলিশ ৷ যানজট এড়াতে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করার জন্য অনবরত প্রচার চলছে। এবছর ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেছেন।
উদ্বোধনের দিনই স্পষ্ট নির্দেশ দেন, দুর্গাপূজোকে কেন্দ্র করে যেন ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত না হয় । যদিও বিধাননগর কমিশনারেটের ট্রাফিক দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকদের দাবি, পঞ্চমী থেকে কোনও পার্কিংয়ের অনুমোদন দেওয়া হবে না ভিআইপি রোডে । মাঝে এ ক'দিন একটু মানিয়ে নিতে হবে।