Sealdah-New Alipurduar Padatik Express: শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসে আচমকাই ধোঁয়া! আতংকে যাত্রীরা - পদাতিক এক্সপ্রেস
শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার (Sealdah-New Alipurduar) পদাতিক এক্সপ্রেসের চাকায় ধোঁয়া! কোচবিহারের জামালদহের গোপালপুর স্টেশনের ঘটনা। রবিবার দুপুর 2টা নাগাদ ট্রেনটি যখন শিয়ালদা থেকে এনজেপি হয়ে জামালদহের গোপালপুর স্টেশন পৌঁছনোর আগে এসি কামরার নীচ থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। অবস্থা বুঝতে পেরে ট্রেনটিকে ওই স্টেশনে পৌঁছে দাঁড় করিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে যান। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা (Railway Officials)। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন রেলকর্মীরা। বিকেল 5টা পর্যন্ত ওই স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয় ট্রেনটিকে। রেল সূত্রে খবর, পদাতিক এক্সপ্রেসের 111373C (A2) কামরায় আগুন লাগে এদিন ৷ প্রত্যক্ষদর্শী পরিমল রায় ও মরিস সাহার কথায়, আচমকাই ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। রেলকর্মীদের খবর দেওয়া হয় ৷ তড়িঘড়ি তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর অপেক্ষারত যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় রেলের তরফে ৷ তবে ঠিক কী কারণে এই ধোঁয়া, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। উল্লেখ্য, গত জুলাই মাসেও পদাতিক এক্সপ্রেসের একটি কামরার নীচ থেকে একইভাবে ধোঁয়া বেরনোর ঘটনা সামনে এসেছিল ৷ সেবার কাণ্ডটি চোখে পড়েছিল রেলগেটের দায়িত্বে থাকা এক কর্মীর। তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৷