Water Logged in Siliguri: মাত্র দু'ঘন্টার টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি, দেখুন জল-যন্ত্রণার ভিডিয়ো - বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর
মাত্র দু'ঘন্টার টানা বৃষ্টিতে (Two Hours Rain) জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ির একাধিক জায়গা । জলে ডুবল শহরের রাজপথ । জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকার 47টি ওয়ার্ডের মধ্যে মঙ্গলবারের বৃষ্টিতে প্রায় 25টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে (Multiple Wards of SMC Water Logged) । শক্তিগড়, সুকান্তপলি, মিলনপল্লি, হায়দার পাড়া, দশরথপল্লি, মহানন্দা পাড়া, কলেজ পাড়ার একাংশ, জ্যোতির্ময় কলোনি, ঘোঘোমালি, অশোকনগরের মতোএলাকা রয়েছে সেই তালিকায় । এছাড়াও ফুলবাড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে যায় । এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । তবে এদিন বৃষ্টির পরিস্থিতি দেখেই ময়দানে নামেন শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার । শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST