পশ্চিমবঙ্গ

west bengal

বাজেটে আয়কর ছাড়ের ঘোষণা নির্মলা সীতারমনের

ETV Bharat / videos

Union Budget 2023: কেউ খুশি, কারও মতে মধ্যবিত্তকে টোপ; নির্মলার আয়কর ছাড়ে মিশ্র প্রতিক্রিয়া

By

Published : Feb 1, 2023, 8:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

বুধবার 2023-2024 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি সরকারের এই শেষ পূর্ণাঙ্গ বাজেটে আয়করে ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা ৷ বার্ষিক 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে আয়কর ছাড়ের পরিমাণ (Budget 2023 income tax) ৷ অর্থাৎ কোনও ব্যক্তির বার্ষিক আয় 7 লক্ষ টাকা পর্যন্ত হলে তাঁকে আর আয়কর দিতে হবে না (Union Budget) ৷ বিষয়টিকে মধ্যবিত্তের জন্য সুখবর হিসেবেই ব্যাখ্যা করছে বিজেপি নেতৃত্ব ৷ কিন্তু মূল্যবৃদ্ধির এই বাজারে এই করছাড়ে কতটা সুবিধা হবে আম আদমির, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে ৷ কেউ বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন, কারও মতে দেশের অর্থনীতি যখন ধসে গিয়েছে তখন এতে বিশেষ সুবিধা কিছু হবে না ৷ পুরো কর কাঠামো খতিয়ে না দেখে এই আয়কর ছাড় নিয়ে বিশেষ কিছু এখনই বলতে চাইছেন না অনেকে ৷ ভোটের কারণে কেন্দ্র এই ছাড় দিয়েছে বলে মনে করছেন অনেকে, যাতে নির্বাচনের আগে মধ্যবিত্তকে হাতে আনা যায় ৷ এই আয়কর ছাড়ের বিষয়ে সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত (reaction on Income Tax relief) ৷ 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details