পশ্চিমবঙ্গ

west bengal

পুলিশকে বেধড়ক মার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

ETV Bharat / videos

Police Attacked: পুলিশকে বেধড়ক মার দুষ্কৃতীদের, গ্রেফতার ৭ - panchayat elections

By

Published : Jul 10, 2023, 11:09 PM IST

8 তারিখের নির্বাচনে পুলিশকে বেধরক মার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। অভিযোগ ছাপ্পা না দিতে পেরেই এই আক্রমণ। পুলিশকে মারের ছবি ভাইরাল হতেই নিন্দা রাজনৈতিক মহলে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার 7 জন। ঘটনাটি নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রাম পোড়াবাড়ি এলাকার। জানা গিয়েছে, 8 তারিখে পঞ্চায়েত নির্বাচনে দু'জন কলকাতা কনস্টেবল ভোট নিরাপত্তার দায়িত্বে আসেন পোড়াবাড়ি এলাকার একটি বুথে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল এলাকায়। অভিযোগ, বেলা বাড়তেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথে ঢুকে ছাপ্পা মারার চেষ্টা করে। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ওই দুই কনস্টেবল। অভিযোগ, ছাপ্পা দাবার প্রতিবাদ করতেই আচমকা ঘিরে ধরে কুড়ি থেকে 30 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কার্যত বুথের ভেতর থেকে তাঁদের বাইরে বের করে নিয়ে আসা হয়। এরপরেই লাঠি বাঁশ দিয়ে চলে আক্রমণ। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয় রাজনৈতিক তরজা। নিন্দার ঝড় উঠে প্রতিটি মহল থেকেই। রাণাঘাট দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে। যেখানে রাজ্য পুলিশেরই নিরাপত্তা নেই, সেখানে মানুষকে কীভাবে নিরাপত্তা দেবেন তাঁরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অন্যদিকে, নদিয়ার দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক দেবাঞ্জন গুহঠাকুর জানিয়েছেন, পুলিশের উপর আক্রমণের ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন । 

ABOUT THE AUTHOR

...view details