Md.Salim: ক্ষেত থেকে বোমা 'আলু' ভেবে তুলবে রাজ্যের মানুষ: মহম্মদ সেলিম - Md Salim
কোচবিহারের মাথাভাঙায় বোমা বিস্ফোরণে জখম হয়েছে এক শিশু । মুখ খুলে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার অবনতির দিকে আঙ্গুল তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম (Md Salim slams TMC)। রবিবার সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্যে যে হারে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে তাতে আগামিদিনে বোমাকে আলু হিসেবে তুলবে রাজ্যের মানুষ । এখন যে হারে বোমা উদ্ধার হচ্ছে বোমা ফাটছে তাতে আগামিদিনে বলবেন আলু ফেটেছে । বোমার আঘাতে শিশু কিশোর আবাল বৃদ্ধ সকলে আক্রান্ত হচ্ছে, ক্ষেত-খামারে বোমা রেখে দেওয়া হচ্ছে । তৈরি করা হচ্ছে বোমা । সেই বোমা আলু হিসেবে তুলবে মানুষ।"
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST