Minister Pradip Mazumdar: সাধারণ মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের কোনও দায়বদ্ধতা নেই, বললেন মন্ত্রী প্রদীপ মজুমদার
সাধারণ মানুষের প্রতি কোনও দায়বদ্ধতা নেই কেন্দ্রীয় সরকারের (TMC Meeting in Durgapur)। তাই সরকারি প্রকল্প কীভাবে আটকানো যায় সেজন্যই আসছে কেন্দ্রীয় দল । রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের জেলা কার্যালয়ে 'সুরক্ষা কবজ' কর্মসূচিতে উপস্থিত হয়ে একথাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (mamata banerjees minister slams bjp in durgapur) ৷ আবাস যোজনা নিয়ে এভাবেই কেন্দ্রকে একহাত নিলেন তিনি (Pradip Mazumdar) ৷ এ প্রসঙ্গে তিনি জানান, 2018 সালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকা ছাদ দেওয়ার কথা । 4 বছর পরে যারা অনুপযুক্ত তাদের নাম বাদ দেওয়া হয়েছে । যারা উপযুক্ত তাদের বাড়ি দেওয়া হচ্ছে না সেজন্যই আন্দোলন করছে বাংলার মানুষ ।" এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচারবিভাগীয় মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও কিছু করতে পারবেনা । যদি আমেরিকা থেকে সেনাবাহিনী নিয়ে আসা হয় তাহলেও নির্বাচনে পরাজিত হবে বিরোধীরা ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST