পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Locket Chatterjee মানুষ খেতে পাচ্ছে না, আর ওরা চাল কলে গাড়ি লুকিয়ে রাখছে, অনুব্রতকে তোপ লকেটের

By

Published : Aug 19, 2022, 8:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে ও তাঁর প্রয়াত স্ত্রীর নামে থাকা ভোলে বোম রাইস মিলের ভিতর একের পর গ্যারাজের শাটার খুলতেই খোঁজ মিলেছে অনেকগুলি গাড়ির ৷ শুক্রবার সিবিআই (CBI)এর অভিযান চলাকালীন বিষয়টি সামনে আসে ৷ আপাতত এ নিয়েই সরগরম রাজ্য রাজনীতি ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও (Locket Chatterjee) ৷ এদিন দলীয় কাজে বর্ধমানে এসেছিলেন তিনি ৷ সেই সময়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট বলেন, মানুষ খেতে পাচ্ছে না, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন সরবরাহ করছে ৷ আর তৃণমূলের নেতারা রাইস মিলের ভিতর গাড়ি লুকিয়ে রেখেছন ৷ লকেটের দাবি, এই গাড়িতে করেই বেআইনি কারবার চালাতেন অনুব্রত ! সেই সত্যি আড়াল করতেই চাল কলের ভিতর এই গাড়িগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল ৷ রাজ্যজুড়ে ইডি ও সিবিআইএর তদন্তে এমন সব গোপন তথ্য প্রকাশ্যে চলে আসায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি লকেট চট্টোপাধ্যায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details