পশ্চিমবঙ্গ

west bengal

চিতাবাঘ

ETV Bharat / videos

Leopard Entered at TV Serial Set: চলছে শুটিং, ধারাবাহিকের সেটে ঢুকল চিতাবাঘ ; দেখুন ভিডিয়ো - ধারাবাহিকের সেটে ঢুকল চিতাবাঘ

By

Published : Jul 27, 2023, 1:41 PM IST

ধারাবাহিকের সেটে ঢুকল চিতাবাঘ ৷ স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে গেল ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের গোরেগাঁও জেলার ফিল্ম সিটিতে ৷ সেটে তখন মারাঠি ধারাবাহিক 'সুখ মাঞ্জে নক্কি কে আস্ত'- এর শুটিং চলছিল ৷ সেই সময় হঠাৎই উপস্থিত সকলের চোখে পড়ে সেটের একটি অংশ দিয়ে একটি চিতাবাঘ হেঁটে যাচ্ছে ৷ তা দেখে সেটে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি চিতাবাঘকে সেটের উপর দিয়ে হাঁটতে দেখা গিয়েছে ৷ পাশাপাশি আতঙ্কিত হয়ে বাকিদের দৌড়তে দেখা যাচ্ছে ৷   

এই বিষয়ে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানিয়েছেন, চিতাবাঘ যখন সেটে ঢুকেছিল তখন সেখানে 200 জনেরও বেশি লোক উপস্থিত ছিল ৷ যে কোনও দুর্ঘটনা ঘটতেই পারত ৷ গত 10 দিনের মধ্যে এটা তৃতীয় বা চতুর্থ ঘটনা ৷ সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে না ৷ সরকার তাদের নিরাপত্তার জন্য অবিলম্বে পদক্ষেপ না নিলে ফিল্ম সিটির হাজার হাজার কর্মী ও শিল্পী ধর্মঘট করতে বাধ্য হবে ৷

ABOUT THE AUTHOR

...view details