Leopard Trapped: মাটিগাড়ায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ - শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক
অবশেষে বাঘবন্দি থুড়ি চিতাবাঘ বন্দি হওয়ায় স্বস্তি ফিরল এলাকাবাসীদের মধ্যে। দিনকয়েক এলাকায় হানা দেওয়ার পর মঙ্গলবার দুপুরে মাটিগাড়ায় খাঁচাবন্দি চিতাবাঘ ৷ বন্দির পর প্রাথমিক চিকিৎসার জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হল চিতাবাঘটিকে ৷ প্রাথমিক চিকিৎসার পর লোকালয় থেকে দূরে নিরাপদে জঙ্গলে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এলাকা থেকে উধাও হয়ে যাচ্ছিল গবাদি পশু ৷ গ্রামবাসীদের প্রথম থেকেই মনে করছিলেন গ্রামে হয়ত চিতাবাঘ হানা দিয়েছে ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ গবাদি পশুগুলো কার পেটে যাচ্ছে ? ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ৷ এর আগে লোকালয়ে চিতাবাঘের হানার ঘটনা কম ঘটেনি ৷ এদিন গ্রামে চিতাবাঘ ঢুকেছে বুঝতে পেরে সময় নষ্ট না-করেই তৎপর হন গ্রামবাসীরা ৷ গ্রামবাসীরাই খবর দেয় বন দফতরে ৷ বাগডোগরা রেঞ্জের বন বিভাগের কর্মীরা এসে খাঁচা পাতেন চিতাবাঘটিকে ধরার জন্য ৷ দ্রুততার সঙ্গে এদিনই পূর্ণবয়স্ক চিতাবাঘটি খঁচাবন্দি করেন বন দফতরের আধিকারিকরা ৷ চিতাবাঘ ধরা পড়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী ৷