Kolkata Lady in Bharat Jodo Yatra: মেয়ের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন, জানালেন পূজা - ভারত জোড়ো যাত্রায় পূজা
জানুয়ারির শেষে শেষ হয়েছে প্রায় পাঁচ মাসের (148 দিনের) ভারত জোড়ো যাত্রা ৷ গত বছর 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সূচনা হয় ৷ এই পাঁচ মাসে কংগ্রেস কর্মী, সমর্থক ও সমাজের নানা ক্ষেত্রের মানুষের সঙ্গে প্রায় 4 হাজার 80 কিমি পথ হেঁটেছেন রাহুল গান্ধি ৷ রাহুলের এই ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মহিলা হিসেবে যোগ দিয়েছিলেন পূজা রায়চৌধুরী ৷ কী উপলব্ধি হল তাঁর ভারতজুড়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ? রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা-মেলানোর অভিজ্ঞতাই বা কেমন? মেয়েকে ছেড়ে কীভাবে কাটলো তাঁর এই দীর্ঘদিন? ইটিভি ভারতের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে এই সমস্ত বিষয়েই কথা বললেন পূজা ৷ তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের মতো দেশের আরও কোটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, দেশের ইতিহাস রক্ষায় ও হিংসার বিরুদ্ধে বার্তা দিতেই তিনি এই পদযাত্রায় যোগ দেন ৷ পূজা রায়চৌধুরীর কথায় এই পদযাত্রা তাঁর কাছে ক্রান্তি বা বিপ্লব যাত্রার মতো ৷ রাহুল গান্ধি এই কর্মসূচিতে যেভাবে সহজে সাধারণের সঙ্গে মিশে গিয়েছেন, তাতেও অবাক হয়েছেন পূজা ৷ আজীবন মনে থাকার মতো এই স্মৃতি বলে তিনি জানিয়েছেন ৷