পশ্চিমবঙ্গ

west bengal

মগজাস্ত্রের লড়াই দেখতে তৈরি তিলোত্তমা

By

Published : Apr 6, 2023, 5:47 PM IST

Updated : Apr 6, 2023, 6:02 PM IST

ETV Bharat / videos

IPL 2023: চন্দ্রকান্তের পাণ্ডিত্যে ম্লান হবে 'বিরাট' শো ? মগজাস্ত্রের লড়াই দেখতে তৈরি তিলোত্তমা

ক্রিকেটের নন্দনকাননে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । চলতি আইপিএলে এটাই প্রথম ঘরের মাঠে ম্যাচ । ফাফ ডু'প্লেসিদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে কেকেআর-এর রঙে সেজে উঠেছে কলকাতা । শুধু কী কলকাতা, ইডেনও সেজে উঠেছে একেবারে নতুনভাবে । হাওড়া ব্রিজ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা এবং জায়গায় কেকেআর-এর রঙ । ইডেনের বাইরেও বিরাট পোস্টার শাহরুখের দলের । সেখানে লেখা, 'দিল কহে বারবার আমি কেকেআর ।' প্রেসবক্সও সাজানো হয়েছে নতুন করে । সেজে উঠেছে ভিআইপি বক্সও । সেখানেও দেখা মিলেছে রংয়ের খেলার । মনে হচ্ছে কোনও এক জাদুকর যেন জিওন কাঠির ছোঁয়ায় নতুনভাবে ইডেনকে রাঙিয়ে দিয়েছে ।

নিজেদের প্রথম ম্যাচেই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে আরসিবি। অন্যদিকে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে কেকেআর ৷ পার্পল ব্রিগেডের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতেছে পঞ্জাব ৷ ফলে 'বিরাট' বধ করে ট্র্যাকে ফিরতে মরিয়া থাকবে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ৷ টুর্নামেন্টের প্রথম হোম ম্যাচে 'রাসেল ম্যানিয়া' দেখতে মুখিয়ে থাকবেন তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা । 

অন্যদিকে আরসিবি'র বড় ভরসা সেই বিরাট কোহলি । ম্যাচের তিনদিন আগেই তিলোত্তমায় পা রাখেন কোহলি । তারপর থেকেই ইডেন যেন 'বিরাট-ময়' । কেকেআর-এর হোম গ্রাউন্ডেও যাবতীয় আলো টেনে নিচ্ছেন তিনি । তাঁর ব্যাটেই না-পাওয়া আইপিএল ট্রফি জেতার স্বাদ পেতে চাইছে সিলিকন ভ্যালি । দু'বারের আইপিএল জয়ী বনাম চোকারদের দ্বৈরথ চেটেপুটে উপভোগ করতে তৈরি তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা ৷ 

Last Updated : Apr 6, 2023, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details