পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kali Puja 2022: প্রাচীন সাধনপীঠ বলিজুড়ি গ্রামে ক্ষ্যাপা কালীর আরাধনা - রত্নবেদী বঙ্গভূমি

By

Published : Oct 24, 2022, 7:23 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ভারতবর্ষকে বলা হয় পৃথিবীর মন্দির, আর এই মন্দিরের রত্নবেদী বঙ্গভূমি। এই বঙ্গভূমিতে রয়েছে বিভিন্ন সতীপীঠ, উপপীঠ এবং সাধনপীঠ। এমনই এক প্রাচীন সাধনপীঠ হল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর (Kali Puja Celebration in Pandabeswar) ব্লকের অন্তর্গত বলিজুড়ি নামক একটি ছোট্ট গ্রাম। এখানেই প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়ের আদি বাড়ি ৷ সম্প্রতি এই গ্রাম কালীর গ্রাম নামেও খ্যাত হয়েছে। গ্রামে রয়েছে মোট আটটি কালী মন্দির। আদি দেবী ক্ষ্যাপা কালী, যা 900 বছরেরও প্রাচীন ৷ এমনই মত স্থানীয়দের। এছাড়াও রয়েছেন শতাধিক বছরেরও প্রাচীন মা নবীনা কালী, মা এলোকেশী, মা মুক্তকেশী, মা বাগদি ক্ষ্যাপী, মা বিল্ববাসিনী এবং মা বসন্তকালী। গ্রামের এই পুজো (Kali Puja 2022) দেখতে দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details