WB TET 2022: ব্যাগ রাখবেন কোথায় ? কর্তৃপক্ষের অব্যবস্থার প্রতিবাদে অবরোধ পরীক্ষার্থীদের - Teacher Recruitment
টেট (WB TET 2022) শুরু হওয়ার আগেই অশান্তি ৷ ব্যাগ রাখাকে নিয়ে অশান্তির খবর এল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৷ সেই তালিকায় জুড়ে গেল বীরভূমের (Birbhum) বোলপুরের (Bolpur) নামও ৷ পরীক্ষার ব্যস্ত সকালে হঠাৎই পথ অবরোধ (Road Block) করেন চাকরিপ্রার্থীরা ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বোলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে শ্রীনিকেতন রোডে ৷ পরীক্ষার্থীদের বক্তব্য ছিল, তাঁরা সকলে অনেক দূর থেকে এসেছেন, সঙ্গে আর কিছু না হোক, মানিব্যাগ, টিফিনটুকু আছে ৷ সেগুলি তো হাতে করে আনা সম্ভব নয় ৷ তাছাড়া, পেন, ছবি, নথি এগুলিও তো কেউ দূর থেকে হাতে করে নিয়ে আসবেন না ৷ অথচ, প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) নির্দেশ, ব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্র ঢোকা যাবে না ! পরীক্ষার্থীরাও ব্যাগ নিয়ে পরীক্ষার হলে ঢুকতে চান না ৷ কিন্তু, স্কুল চত্বরেই কোথাও একটা ব্যাগ রাখার জায়গা দিতে বলেন ৷ কিন্তু, কর্তৃপক্ষ সটান না করে দেয় ৷ এরই প্রতিবাদে অবরোধ করেন পরীক্ষার্থীরা ৷ সেই সময় কয়েকজন পুলিশকর্মীকেও তাঁদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতে দেখা যায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST