Jalpaiguri Traffic Police: রোদে নাজেহাল ট্রাফিক পুলিশ, ডিউটিতে ছাড় দিয়ে মানবিক পুলিশ সুপার - রোদে নাজেহাল ট্রাফিক পুলিশ
প্রচণ্ড রোদে নাজেহাল অবস্থা। তাই ডিউটিতে কাটছাট করা হল ট্রাফিক পুলিশদের। জলপাইগুড়ি শহরের গড় তাপমাত্রা 38-39 ডিগ্রি। ফলে এই তীব্র রোদে ডিউটি করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক পুলিশের ডিউটিতে রদবদল করলেন পুলিশ সুপার। এদিন দুপুরে প্রত্যেক ট্রাফিক বুথে বুথে গিয়ে ট্রাফিক পুলিশ কর্মীদের মনোবল বাড়ান জেলা পুলিশ সুপার খান্ডালবহালে উমেশ গণপত।
ট্রাফিক পুলিশ কর্মীদের জলের বোতল, ওআরএস, ছাতা-সহ কালো চশমা প্রদান করেন পুলিশ সুপার। সম্প্রতি, জলপাইগুড়ি শহরে এমন গরম লক্ষ্য করা যায়নি। প্রতিদিন প্রচণ্ড রোদে নাজেহাল হয়ে পড়েছেন ট্রাফিক পুলিশ। একদিকে রোদের তাপ অন্যদিকে, রাস্তার পিচের তাপে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশ কর্মীদের।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডালবহালে উমেশ গণপত জানান, আমরা ট্রাফিক পুলিশের কথা চিন্তা করে ডিউটিতে ভাগ করে দিয়েছি। প্রত্যেক বুথে ট্রাফিক কর্মীদের 6-8 ঘণ্টা ডিউটি করতে হয়। গরমের জন্য তা দুই ঘণ্টা করে রোটেশনের ভিত্তিতে রাস্তায় ডিউটি করতে বলা হয়েছে ৷ তারপর সে ট্রাফিকে বুথে চলে আসবে। ওপর জন ফের দুই ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করবে ৷ গরমে এইভাবেই চলবে তাদের ডিউটি ৷