পশ্চিমবঙ্গ

west bengal

Rishabh Pant

ETV Bharat / videos

Rishabh Pant: জন্মদিনে পন্তের সঙ্গে বার্থডে সেলিব্রেশনে সতীর্থরা, দেখুন ভিডিয়ো - ঋষভ পন্ত

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 9:56 PM IST

জন্মদিনে হাসিখুশি মেজাজে ভারতীয় ক্রিকেট দলের তারকা ঋষভ পন্ত ৷ বুধবার 26তম জন্মদিন পালন করেছেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ সতীর্থদের সঙ্গেই এই বিশেষ দিনটি সেলিব্রেট করলেন পন্ত। এদিন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জাতীয় দলের তরুণ তুর্কী। জন্মদিন উদযাপনের এই ভিডিয়োতে দেখা গিয়েছে পৃথ্বী শ এবং অক্ষর প্যাটেলকেও ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে তাঁরা কেক কেটে বন্ধুর জন্মদিন সেলিব্রেশন করছেন ৷ শুধু কেক কাটাই নয়, সেই সঙ্গে ক্রিম মাখিয়ে দেওয়া হয়েছে তারকার গোটা মুখে। এদিনের এই ভিডিয়োয় এনসিএ'র ফিজিয়োরাও উপস্থিত ছিলেন ৷ 

এই মারকুটে ব্যাটারকে কিছুদিন ধরে দেখা যাচ্ছে একটি ভিডিয়ো বিজ্ঞাপনেও। তার সঙ্গে দেখা যায় শুভমন গিল, ইশান কিষাণ ও রোহিত শর্মাকেও। উল্লেখ্য, ঋষভ পন্ত কয়েক মাস আগে রুরকিতে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাঁকে ডুনের ম্যাক্স হাসপাতালে ভরতি করা হয়।এরপর আরও চিকিৎসার জন্য মুম্বাইয়ের কোকিলা বেন হাসপাতালে ভরতি করা হয় পন্তকে। যেখানে অস্ত্রোপচারের ঋষভ পন্ত অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। পন্ত তাঁর সুস্থ হয়ে ওঠার ছবি প্রায়ই ভক্তদের সঙ্গে সোশাল মিডিয়ায় শেয়ার করেন। 

ABOUT THE AUTHOR

...view details