Indian Army Died by Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, সেনাবাহিনীতে কর্মরত নামখানার যুবকের মৃত্যু - নামখানার সেনা জওয়ানের মৃত্যু
গ্যাংটক থেকে ফেরার পথে নাথুলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সেনাবাহিনীর গাড়ি ৷ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালক ও এক সেনা জওয়ানের । মৃত ওই জওয়ানের নাম সুমিত মাইতি । দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার রাজনগর এলাকার বাসিন্দা । গত মঙ্গলবার বেলা 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
বুধবার বাড়িতে খবর যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার । বৃহস্পতিবার বীর সেনার নিথর দেহ আনা হয় তাঁর কাকদ্বীপের রাজনগর গ্রামের বাড়িতে । দেহ প্রথমে নামখানা নারায়ণ বিদ্যামন্দির স্কুলে নিয়ে যাওয়া হয়। এই স্কুলেই পড়োশুনো করতেন সুমিত। সেখানে এলাকার মানুষ সেখানে তাঁকে শ্রদ্ধা জানান ।
এরপর জওয়ানের দেহ নিয়ে আসা হয় তাঁর বাড়িতে ৷ জাতীয় সঙ্গীত ও অমর রহে স্লোগানের মধ্যে দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সকলে ৷ তাঁর ছোট ভাই সুজিত মাইতিও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ৷ তিনি জানান, এই দুর্ঘটনাতেই তাঁর দাদার মৃত্যু হয়েছে ৷ এই আকস্মিক ঘটনায় সকলেই মর্মাহত ৷ দাদার আত্মা শান্তি পাক এই তাঁদের চাওয়া ৷