Himachal Gardeners Threw Apples: ভারী বৃষ্টিতে বন্ধ রাস্তা, হাজার হাজার আপেল ড্রেনে ফেললেন মালিরা ! - আপেল ফেলার ভাইরাল ভিডিয়ো
সিমলা জেলার উচ্চ অঞ্চলে এখন আপেলের ভরা মরশুম ৷ কিন্তু ভারী বৃষ্টির জেরে ধস নেমে অনেক রাস্তা বন্ধ হয়ে রয়েছে ৷ তাই স্বাভাবিকভাবেই বাগানের তৈরি আপেল মাণ্ডিতে পৌঁছনো যাচ্ছে না ৷ বাধ্য হয়েই পচে যাওয়ার আশঙ্কায় বাগানের আপেলগুলি ড্রেনের জলে ফেলে দিচ্ছেন মালিরা ৷ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে হাজার হাজার আপেল ফেলে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে ৷ ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা লাগাতার রাজ্য সরকারকে নিশানা করছেন ৷
তাঁদের অভিযোগ, সরকারকে প্রতিনিয়ত আপেল সংগ্রহ কেন্দ্র খুলতে ও মালিদের সঙ্গে সংযোগ পুনঃস্থাপনের জন্য সরকারকে অনুরোধ করা সত্ত্বেও সরকার তাতে কর্ণপাত করছে না ৷ যে কারণে মালিরা এই বিশাল পরিমাণ আপেল ফেলে দিতে বাধ্য হচ্ছেন ৷
এই ভিডিয়োর সত্যতা যাচাইয়ের জন্য ইটিভি ভারত এসডিএম রোহডু সানি শর্মার সঙ্গে কথা বলে ৷ তিনি জানিয়েছেন, বিষয়টি জানার পরেই তিনি ঘটনাস্থলে যান ৷ এটি বালাসন গ্রামের ঘটনা ৷ এই গ্রামের প্রধান রাস্তাটি ভারী বৃষ্টির জেরে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে ৷ এই রুটটি চালু করার জন্য নিরন্তর চেষ্টা চলছে ৷ কিন্তু ঘন ঘন পাথর পড়া ও ধস নামায় রুটটি বন্ধ করতে হচ্ছে । ফলে বাগান মালিদের আপেল মাণ্ডিতে পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ছে । এই পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে মালিদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা জানার চেষ্টা করেন ৷ যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কারের চেষ্টা করা হবে ৷ বাগান মালিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার ও প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
মালিদের কথায়, প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাই অসহায় ৷ এমন পরিস্থিতিতে আপেল পচে যাওয়াটাই স্বাভাবিক। কিছু আপেল পচে গিয়েছে ৷ কিন্তু ভালো আপেলগুলো মাণ্ডিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে ৷