Train Passed Over Man: মালগাড়ির নিচে শুয়ে পড়লেন বৃদ্ধ, তারপরই চলতে শুরু করল ট্রেন - মালগাড়ির তলায় বৃদ্ধ
বৃদ্ধের উপর দিয়ে চলে গেল পণ্যবাহী ট্রেন ৷ কিন্তু তাতেও অক্ষত রইলেন তিনি ৷ ট্রেন চলে যেতেই দিব্যি বৃদ্ধ উঠে লাইন পেরিয়ে গেলেন ৷ শনিবার এমনই ঘটনা ঘটেছে বিহারের গয়ায় ৷ এদিন গয়া-কোডারমা রেল সেকশনের ফতেপুর ব্লকের অধীন পাহাড়পুর স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল ৷ বৃদ্ধকে ট্র্যাক পেরিয়ে যেতে হবে তাই তিনি ট্রেনের নিচে ঢোকার চেষ্টা করেছিলেন ৷ এদিকে ঘোষণার পর হঠাৎ করে চালু করে দেওয়া হয় পণ্যবাহী ট্রেনটি ৷ সেখানে উপস্থিত লোকেরা চিৎকার করে বৃদ্ধকে বলতে থাকেন, "আপনি শুয়ে পড়ুন কিছু হবে না ৷"
ট্র্যাকের উপর উপর শুয়ে পড়ার জন্য বললে তিনি নিজেই ততক্ষণে বুদ্ধি করে শুয়ে পড়েন ৷ এদিকে ট্রেনটা এগিয়ে যায় ৷ তারপর একে বৃদ্ধের উপর দিয়ে সবগুলো বগি চলে গেলে তারপর তিনি উঠে লাইন পেরিয়ে যান ৷ তাঁর এই উপস্থিত বুদ্ধির জোরে যার জন্য তিনি বেঁচে গিয়েছেন ৷ পুরো ঘটনাটা ভিডিয়োতেই স্পষ্ট ৷ সেখানেই দেখা যাচ্ছে মালবাহী ট্রেনটি পার হয়ে যাওয়ার পর বৃদ্ধ নিজেই উঠে পড়েন ৷