পশ্চিমবঙ্গ

west bengal

ইউপিআই ব্যবহার করে মুগ্ধ জার্মান মন্ত্রী

ETV Bharat / videos

German Minister Uses UPI: ভারতে এসে ইউপিআই ব্যবহার করে মুগ্ধ জার্মানির ডিজিটাল মন্ত্রী

By

Published : Aug 20, 2023, 9:45 PM IST

ভারত সফরে এসে এদেশে তৈরি ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করলেন জার্মানির ডিজিটাল এবং পরিবহণ মন্ত্রী ভলকার উইসিং ৷ শুধু ব্যবহারই নয়, টাকা লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্য়বহার করে মুগ্ধ সেদেশের মন্ত্রী ৷ কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে জি-20 ডিজিটাল মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সম্প্রতি এদেশে এসেছেন জার্মান মন্ত্রী ভলকার উইংস। রবিবার বেঙ্গালুরুর এক স্থানীয় বাজারে গিয়ে শাক-সবজি কেনার পর তাঁকে ইউপিআই ব্যবহার করে দাম মেটাতে দেখা গিয়েছে। যে ভিডিয়ো ভারতের জার্মান দূতাবাসের তরফে শেয়ার করা হয়েছে ৷

ভারতে অবস্থিত জার্মান দূতাবাস থেকে টুইটে লেখা হয়, "ভারতের সাফল্যের মধ্যে অন্যতম একটি হল ডিজিটাল পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন। ইউপিআই'য়ের মাধ্যমে প্রত্যেকেই কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন করতে সক্ষম। লক্ষ লক্ষ ভারতীয় এটি ব্যবহারও করছে। ফেডারেল ডিজিটাল এবং পরিবহণ মন্ত্রী ভলকার উইসিং ইউপিআই পেমেন্টের সহজ পদ্ধতি অনুভব করতে পেরে খুবই মুগ্ধ হয়েছেন ৷" এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, ডিজিটাল অর্থনীতিতে ভারতের তিনটি অগ্রাধিকার, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল অর্থনীতিতে তথ্য সুরক্ষা এবং ডিজিটাল দক্ষতা ৷ যা জি-20 দেশগুলি এবং অন্যান্য আমন্ত্রিত দেশগুলি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details