Ashwini Vaishnaw: 51 ঘণ্টা পর চাকা গড়াল 'অভিশপ্ত' ট্র্যাকে, শূন্যে চেয়ে প্রণাম; রেলমন্ত্রীর চোখে যেন যুদ্ধজয়ের কান্না - ট্রেন বিপর্যয়
মর্মান্তিক দুর্ঘটনার 51 ঘণ্টা পরে রবিবার মধ্যরাতে প্রথম ট্রেন চলল ওড়িশার বালাসোরের বাহানাগা রেল স্টেশনের অভিশপ্ত লাইনে। ভাইজাগ থেকে প্রথমে ডাউন লাইন দিয়ে ধীরগতিতে একটি মালগাড়ি অতিক্রম করানো হয়। সেইসময় ভারতীয় রেলের একাধিক কর্তার সঙ্গে লাইনের পাশেই দাঁড়িয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডাউন লাইন দিয়ে পণ্যবাহী ট্রেনটি যাওয়ার সময় চালকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। সেইসঙ্গে অভিশপ্ত ট্র্যাককে হাতজোড় করে প্রণাম করেন। আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে।
শুক্রবার সন্ধ্যের সেই ট্রেন বিপর্যয়ে চারিদিকে শুধু হাহাকার, আর্তনাদ, কান্না ৷ শনিবার দুপুর থেকে লাইনের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। খোদ রেলমন্ত্রীর তত্ত্বাবধানে প্রায় 1 হাজার জন শ্রমিক যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যেতে থাকেন। তারপর রবিবার মধ্যরাতে ডাউন লাইনে মালগাড়ি চালিয়ে ট্রায়াল দেওয়া হয়। ওই মালগাড়ি যাওয়ার পরেই হাত নাড়তে দেখা যায় রেলমন্ত্রী। 'অভিশপ্ত' লাইনকে দেখে হাতজোড় করে প্রণাম করেন। ঈশ্বরকেও ধন্যবাদ জানান রেলমন্ত্রী ৷ মন্ত্রী হয়েও শেষ 51 ঘণ্টায় রেলের সাধারণ কর্মীদের সহকর্মী হয়ে উঠেছিলেন তিনি। শনিবার সকাল থেকে ঠায় দুর্ঘটনাস্থলে রেলের প্রত্যেক কর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যান ৷ মালগাড়ি ট্রায়ালের পর সংবাদমাধ্য়মকে উত্তর দিতে দিতে তিনি কেঁদেও ফেলেন ৷ সেই ছবি বন্দি হয়েছে ক্যামেরায় ৷