Martinez in Kolkata: শ্রীভূমির পর সন্তোষ মিত্র স্কোয়্যার, কলকাতায় আতিথেয়তায় মুগ্ধ মার্তিনেজ
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর কলকাতা সফরের দ্বিতীয় তথা শেষদিন এমিলিয়ানো মার্তিনেজ গিয়েছিলেন সন্তোষ মিত্র স্কোয়্যারে ৷ শ্রীভূমির সর্বময় কর্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর থেকে সোনার গ্লাভ উপহার পাওয়ার সন্তোষ মিত্র স্কোয়্য়ারে গিয়ে আতিথেয়তায় মুগ্ধ বিশ্বজয়ী আর্জেন্তাইন গোলরক্ষক ৷ সেখানে তাঁকে বরণ করে নেওয়ার দায়িত্বে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ ৷
মার্তিনেজ জানালেন, শহর কলকাতার নাম তিনি এর আগেও শুনেছেন। তবে এবার উপলব্ধি করলেন ৷ মধ্য কলকাতার ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে এদিন তাকে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানটি হয় শিয়ালদার এলাকার সন্তোষ মিত্র স্কোয়্যারে। বিশ্বসেরা গোলরক্ষককে সামনে পেয়ে স্বভাবতই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে ফুটবলপ্রেমীদের। পৌনে 12টা নাগাদ আসার কথা থাকলেও মার্তিনেজ এদিন সন্তোষ মিত্র স্কোয়্যারে আসেন বেলা 1টার পরে। যদিও ডিবুকে দেখতে দীর্ঘ অপেক্ষায় কারও মধ্যেই ক্লান্তি বা বিরক্তি আসেনি, বরং যত সময় পেরিয়েছে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল করে আর্জেন্তাইনকে নিয়ে আসা হয়। গোটা কর্মকাণ্ডে নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ। বিশ্বসেরা গোলরক্ষককে অভ্যর্থনা জানাতে পেরে রীতিমতো আবেগতাড়িত সজল ঘোষ।