পশ্চিমবঙ্গ

west bengal

আসানসোলের পুজো মণ্ডপ যেন আস্ত রাজবাড়ি !

ETV Bharat / videos

Durga Puja 2023: আসানসোলের পুজো মণ্ডপ যেন আস্ত রাজবাড়ি ! উড়ছে পায়রা, নেমেছে বটের ঝুড়ি - রাধানগর অ্যাথলেটিক ক্লাব

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 1:51 PM IST

রাজবাড়ির পুজো দেখার আস্বাদ যদি পেতে হয় তাহলে যেতেই হবে আসানসোলের রাধানগর রোড অ্যাথেলেটিক ক্লাব সর্বজনীন দুর্গাপুজোয় । এ বছর তাদের থিম 'রাজবাড়িতে মাতৃদর্শন'। একটা আস্ত রাজবাড়ি যেন উঠে এসেছে রাধানগর অ্যাথলেটিক ক্লাবে । তৈরি হয়েছে সুবিশাল পুরনো রাজবাড়ির মণ্ডপ, বটের ঝুড়ি নেমেছে দেওয়ালে । তাতে ঘুরে বেড়াচ্ছে জীবন্ত পায়রা, রাজবাড়িতে রয়েছে পুরনো আসবাব । সবে মিলে নিখুঁত আয়োজন । শুধু তাই নয়, রাজবাড়ি চত্বরে যেমন ছোট ছোট অনেক মন্দির দেখতে পাওয়া যায় সে রকম বেশকিছু ছোট ছোট মন্দির তৈরি করা রয়েছে মণ্ডপ চত্বরে । এ বছর 70তম বর্ষে পদার্পণ করল রাধানগর রোড অ্যাথেলেটিক ক্লাবের পুজো । শিল্পাঞ্চলের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো । প্রতি বছরই এই পুজো থাকে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ৷ এ বছরও মহাপঞ্চমীর দিন থেকেই মানুষের ঢল নেমেছে এই পুজো দেখার জন্য । প্রতিমার পাশাপাশি এ বারের থিম প্রশংসা কুড়িয়েছে দর্শনার্থীদের ৷ প্রকৃত রাজবাড়ির সাজে গড়ে ওঠা মণ্ডপ মন ভরিয়ে দিয়েছে আসানসোলবাসীর ৷ 

ABOUT THE AUTHOR

...view details