Durga Immersion at Thames River: গঙ্গা নয়, টেমসের বুকে দুর্গা নিরঞ্জন, নদীবক্ষে জমজমাট বিজয়া সম্মিলনী - উমার নিরঞ্জন টেমস নদীতে
Published : Oct 31, 2023, 10:51 PM IST
দুর্গাপুজো শুধু বাংলার নয়, প্রবাসেও এই পুজোয় মেতে ওঠেন সকলে ৷ ব্রিটেনে দুর্গাপুজো হয় জমজমাট ৷ সেখানকার বাঙালিদের সঙ্গেই পুজোর আনন্দে মেতে ওঠেন স্থানীয়রাও ৷ পুজো শেষে উমার নিরঞ্জন হয় টেমস নদীতে ৷ ব্রিটেনে 2022-এ হেরিটেজ বেঙ্গল গ্লোবাল টেমস দুর্গা প্যারেডের যাত্রা শুরু করেছিল ৷ বেশ সাড়া ফেলেছিল সেই প্যারেড ৷ দ্বিতীয় বছরেও তার ব্যতিক্রম হয়নি ৷ দ্বিতল নৌকায় বসে ঢাক-ঢোল, কাঁসর ঘণ্টার তালে 'বিজয়া সম্মিলনী'তে মেতে ওঠেন সকলে ৷ টেমস নদীতে নৌকার ডেকে দুর্গা প্রতিমা প্রদর্শনের সঙ্গে চলতে থাকে ভাটিয়ালি গান ৷ নাচই বা বাদ যাবে কেন! বাঙালি সাজে সজ্জিত মহিলারাও নেচে উঠলেন ঢাকের তালে ৷ এই সম্মিলনীতে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রিউ ফ্লেমিং, ব্রিটিশ সিভিল সার্ভিস, আর্মি ও রয়্যাল এয়ার ফোর্স আধিকারিকদের সঙ্গে যোগ দেন এবং প্যারোডে অংশগ্রহণ করেন ৷ পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা তথা পরিচালক সৌম্যজিৎ মজুমদারও ৷ শুধু তাই নয়, প্যারোডে উপস্থিত ছিলেন সিটি অফ লন্ডন কাউন্সিলের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান মুনসুর আলী, হ্যারোর প্রাক্তন মেয়র সিএলআর সুরেশ কুমার এবং মেয়র সাসি-সহ হ্যারো কাউন্সিলর ম্যাথিউ গুডউইন ফ্রিম্যান। বিশিষ্ট লোক গায়ক সৌরভ মনি ভাটিয়ালী গান গেয়েছেন ৷