পশ্চিমবঙ্গ

west bengal

তেরঙা নিয়ে নামল সেনাবাহিনী

ETV Bharat / videos

Durand Cup Final 2023: চলছে ডার্বি, ট্রফি উদ্বোধনে রাজ্যপাল; তেরঙা নিয়ে নামল সেনাবাহিনী - ডুরান্ড ফাইনাল

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 6:15 PM IST

যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ম্যাচ, কাপ জিতল মোহনবাগান।  19 বছর পর বড় ম্য়াচ হল ডুরান্ড ফাইনালে ৷ কলকাতা ডার্বিকে ঘিরে উন্মাদনা বঙ্গজুড়ে। শতাধিক বর্ষের এই চিরপ্রতিদ্বন্দী বড় ম্যাচ শুরুর আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করল ডুরান্ড কর্তৃপক্ষ। ডুরান্ড কাপ ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল। রবিবাসরীয় দুপুরে ফুল হাউস গ্যালারির সামনে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্যারাশ্যুট নিয়ে নামেন সেনা জওয়ানরা । তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। মাঠে হাজার হাজার দর্শক। 

স্টেডিয়াম চত্বরে প্যারাশ্যুটে সেনাদের দেখে উল্লাসে ফেটে পড়েন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের সমর্থকদেরই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাঠে বিশেষ অনুষ্ঠান করে কলকাতা পুলিশও। স্টেডিয়ামজুড়ে একদিকে 'জয় মোহনবাগান', অন্যদিকে 'জয় ইস্টবেঙ্গল' ধ্বনিতে কেঁপে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন ৷ তবে শেষ হাসি হাসলেন সবুজ-মেরুন সমর্থকরা .

ABOUT THE AUTHOR

...view details