Dilip Ghosh:পাচার থেকে নজর ঘোরাতেই মালদায় টাকা উদ্ধার ! তোপ দিলীপের
রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনায় বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হচ্ছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা ৷ তারই প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মেদিনীপুর (Medinipur) শহরে বিরাট মিছিলের আয়োজন করেছিল বিজেপি (BJP Procession) ৷ সেই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কর্মসূচির ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ৷ মালদায় মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্যকে তোপ দাগেন তিনি ৷ প্রশ্ন তোলেন সিআইডি-এর ভূমিকা নিয়ে ৷ উল্লেখ্য, এদিন মালদার এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে সিআইডি (Malda Cash Recovery) ৷ পরে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ৷ যদিও দিলীপের বক্তব্য হল, গরুপাচার, কয়লাপাচারের মতো দুর্নীতি থেকে সকলের নজর ঘোরাতেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷ এ নিয়ে সিআইডি (CID)-কে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST