Vande Bharat Express: সরকারের উচিত বন্দে ভারত এক্সপ্রেস রক্ষায় এগিয়ে আসা - দিলীপ ঘোষ
সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) লক্ষ্য করে বেশ কয়েকটি জায়গায় পাথর ছোড়ার ঘটানা ঘটেছে ৷ দুষ্কৃতীদের ধরা পড়লেও, এনআইএ তদন্তের কথাও উল্লেখ করা হয় ৷ এই নয়া ট্রেন নিয়েই মুখ খুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, এটি নয়া ভারতের প্রজেক্ট । প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট । সবার একটা সেন্টিমেন্ট । ফলে এরকম ঘটনায় আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি । জানি না রেল কাকে ধরেছে ? কোথায় ধরেছে ? কোন জায়গায় হয়েছে ? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতামত আসছে। যে ঘটনা যে রাজ্যেই হোক, সেই সরকারের দায়িত্ব এই ট্রেনটাকে রক্ষা করা।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST