কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড় - dashkhineswar temple in kalpataru utsav
Published : Jan 1, 2024, 3:43 PM IST
বছরের প্রথমদিনে নিয়ম মেনে দক্ষিণেশ্বরে চলছে কল্পতরু উৎসব । আর এই বিশেষ দিনে মায়ের পুজো দেখতে হাজির অগণিত ভক্তরা ৷ দক্ষিণশ্বরের মায়ের মন্দিরের সামনে জমল ভিড় ৷ মঙ্গলারতি দিয়ে এদিন পুজোর সূচনা হয় । এরপর রীতি মেনে মায়ের পুজো । বিশেষ এই দিনে মায়ের দর্শন পেতে ভোর থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে লম্বা লাইন ভক্তদের ।
1886 সালের 1 জানুয়ারি ৷ কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু হন রামকৃষ্ণ পরমহংসদেব ৷ ভক্তদের উদ্দেশ্য়ে বলেন, "তোমাদের চৈতন্য হোক ৷" তাঁর এই অবতার চির মঙ্গলময় ৷ কাশীপুর উদ্যানবাটীতে তারপর থেকেই পালিত হয়ে আসছে এই উৎসব ৷ তবে, রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের গৃহস্থ, বেদান্ত সোসাইটিগুলিও এই উৎসব পালন করে থাকে।আজও তাই ভক্তরা দূরদূরান্ত থেকে ছুটে আসেন এই দিনটিতে ৷ ঠিক যেমন সোমবার দক্ষিণেশ্বরে উপচে পড়ল ভিড় ৷
কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সাজানো হয়েছে নয়া সাজে । বছরের প্রথম দিনে মা ভবতারিণীর কাছে ভক্তরা নিজেদের পরিবারের সদস্যদের শান্তি ও ভালো থাকার কামনা করলেন । দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন। এদিনও তার ব্যতিক্রম হল না ৷
TAGGED:
উপচে পড়ল ভিড়