Kali Puja 2023: তারার অঙ্গে চলছে শ্যামার আরাধনা, তারাপীঠ মন্দিরের ভক্তদের ঢল; দেখুন ভিডিয়ো - তারার অঙ্গে চলছে শ্যামার আরাধনা
Published : Nov 12, 2023, 9:34 PM IST
সিদ্ধপীঠ তারাপীঠে তারার অঙ্গে চলছে শ্যামার আরাধনা। সেই পুজো দেখতে পুণ্যার্থীদের ভিড় জমেছে তারাপীঠে। কালীপুজোর দিন বিশেষ পুজো না-হলেও তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় খুব স্বাভাবিক চিত্র। আজ, রবিবার দুপুর 2টো 34 মিনিটে শুরু হয়েছে অমাবস্যার তিথি। আজ ভোর চারটের সময় মাতারার শিলামূর্তিকে মহাস্নান করানো হয়েছে। তারপর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়েছে। এরপর ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। ভোর থেকে মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে।
দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা ও তরকারি, মাছ, পাঁঠার মাংস, শোলমাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচ রকম মিষ্টি দিয়ে মা তারাকে মধ্যাহ্নভোগ নিবেদন করা হয়। সন্ধ্যা ছ'টা নাগাদ করা মাকে আরতি করা হয়। সন্ধ্যারতি দেখতে ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো ৷ তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "রাত 10টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হবে। তারপর শুরু হবে নিশি পুজো এবং বিশেষ আরতি। আজ সারারাত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকবে ৷"