পশ্চিমবঙ্গ

west bengal

পুরুলিয়ায় বরাত জোরে বাঁচলেন এক দম্পতি

ETV Bharat / videos

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন স্ত্রী, বরাত জোরে রক্ষা পেলেন দম্পতি - Train Accident

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 10:48 PM IST

Purulia Train Incident: একেই হয়তো বলে রাখে হরি মারে কে ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ৷ সেখানে প্ল্যাটফর্ম ও ট্রেনের মধ্যের ফাঁকে পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন এক দম্পতি ৷ রেল সূত্রের খবর, এদিন পুরুলিয়া থেকে জয়পুর যাওয়ার ট্রেনে না-উঠে ভুল করে পুরুলিয়া-ঝাড়গ্রাম ট্রেনে ওঠেন ৷ ট্রেনটিকে উলটো দিকে যেতে দেখেই চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন ওই ব্যক্তি ৷

এরপর তিনি দুই শিশু সন্তানকেও চলন্ত ট্রেন থেকে নামান ৷ তারপর স্ত্রীকে নামাতে গেলে তিনি চলন্ত ট্রেনের নীচে পড়ে যান ৷ তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামীও ঢুকে যান প্ল্যাটফর্ম ও লাইনের ফাঁকে ৷ স্টেশনে থাকা এক মহিলা ওই দু'জনকে টেনে ধরে রাখেন ৷ ঘটনাটি দেখে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন পুরুলিয়া রেল স্টেশনের জিআরপি কর্মী জর্জ মার্শাল বান ৷

ওই দম্পতির আঘাত লাগলেও তা গুরুতর নয় ৷ পুরুলিয়া জিআরপি ওসি ঈশ্বর চন্দ্র মুর্মু বলেন, "ওই দম্পতি বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন ৷ তাঁদের ঝাড়গ্রাম-ধানবাদ ট্রেনে তুলে দেওয়া হয়েছে ৷" তাঁর আক্ষেপ, চলন্ত ট্রেন থেকে নামতে নিষেধ করা নিয়ে প্রচার চালালেও কিছু মানুষ বিপদ ডেকে আনেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details