Ajay River Bridge Collapsed: জলের তোড়ে ভাঙল অজয় নদের অস্থায়ী সেতু, বিপাকে কয়েক হাজার - অজয় নদী
Published : Aug 26, 2023, 11:24 AM IST
|Updated : Aug 26, 2023, 12:11 PM IST
গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় ৷ স্বভাবতই বেড়েছে অজয় নদের জলস্তর ৷ আর জলের তোড়ে ভেঙে গেল অজয়ের উপরে থাকা অস্থায়ী সেতু। এটি ছিল পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের অন্যতম প্রধান যোগাযোগ পথ ৷ সেটি বন্ধ হয়ে যাওয়ায় বেজায় বিপাকে পড়েছে দুই জেলার বেশ কয়েক হাজার মানুষ। ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়াতেই বিপত্তি বলে দাবি স্থানীয়দের।
কাঁকসার শিবপুরের অজয় নদীর অস্থায়ী সেতু ভেঙে যায় শুক্রবার রাতেই। তারপর থেকেই দুই জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । নৌকার মাধ্যমেও যাতায়াত চালু না হওয়ায় সকাল থেকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী। এখন দুই জেলার মানুষকে ঘুরপথে গন্তব্যে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় লাগছে। পাশাপাশি যাতায়াতের খরচও বাড়ছে।
জানা গিয়েছে, অজয় নদের উপর কাঁকসার শিবপুর ও বীরভূমের জয়দেব ঘাটে প্রত্যেক বছর অস্থায়ী সেতু তৈরি হয় । আর প্রতিবারেই বর্ষার সময় এই অস্থায়ী সেতু জলে তোড়ে ভেসে যায় । তবে বর্তমান রাজ্য সরকার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। অজয়ের উপরে স্থায়ী সেতুর কাজ শুরু হলেও জমি সংক্রান্ত সমস্যার কারণে তা বিলম্ব হচ্ছে। তার আগে আবারও ফিরে এল চেনা বিপত্তি।