Citizens Rally at Kolkata: যাদবপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে শহরে নাগরিক মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার এক নাগরিক মিছিল হয় কলকাতায় ৷ সুকান্ত সেতু থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় তালতলা মাঠে । এই মিছিলে পা মেলান অভিনেতা বিমল চক্রবর্তী, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য-সহ সমাজের বহু বিদ্বজ্জনেরা । ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, দেবেশ দাস প্রমুখ ৷ যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই উঠে এসেছে ব়্যাগিংয়ের বিষয়টি ৷
এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদের মাথা নিচু করে দিল । আসলে রেজিস্ট্রার 21 জুলাইয়ের মঞ্চের জন্য যতটা আগ্রহী বিশ্ববিদ্যালয়ের জন্য অতটা নন । ছাত্র খুন হচ্ছে আর মুখ্যমন্ত্রী কি এখন বেহালা বাজাচ্ছেন ?" কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে সিসিটিভির বিষয়ে তাঁদের অবস্থানও স্পষ্ট করলেন তিনি । তাঁর কথায়, "এসএফআই সিসিটিভির বিরোধী নয়, নিরাপত্তার জন্য ক্যামেরা লাগাতেই পারে । কিন্তু কারও ব্যক্তিগত পরিসরে সিসিটিভি লাগলে বিরোধিতা সবাই করবে ।" নাগরিকদের এই মিছিলে অংশ নিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের প্রাক্তন অধ্যাপিকা তথা এখানকার প্রাক্তনী মালিনী ভট্টাচার্য । তিনি বলেন, আমরা র্যাগিংয়ের নাম করে যেভাবে ছাত্র হত্যা করা হল তার বিরোধিতা করছি । আর সব স্তরে এই র্যাগিংকে বন্ধ করতে সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয় ।"