Kali Puja 2022: ভিড়ের চাপে তুমুল বিশৃঙ্খলা বারাসতে, পুলিশ-জনতা ধাক্কাধাক্কি - চলল পুলিশ জনতা ধাক্কাধাক্কি
রাত বাড়তেই জনজোয়ার বারাসতে (Pandal Hopping) । আর সেই কারণে মঙ্গলবার রাতে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হল বারাসতের 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কলোনী মোড় চত্বরে । অত্যাধিক ভিড়ে একসময় পুলিশ-জনতার মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কিও । ব্যারিকেড দিয়ে আটকে কোনওরকমে পরিস্থিতি সামাল দেন পুলিশের পদস্থ কর্তারা (Barasat Kali Puja)। ভিড় হালকা হতেই আবারও ধীরে ধীরে দর্শনার্থীদের প্রবেশ করানো হয় নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের রাস্তায় (Kali Puja 2022) ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST