Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় কমিশনের চিত্রগ্রাহককে ডেকে পাঠাল সিবিআই
ভোট পরবর্তী হিংসার ঘটনায় (Post Poll Violence) নির্বাচন কমিশনের (Election Commission of India) নিযুক্ত এক চিত্রগ্রাহককে (Camera Person) ডেকে পাঠাল সিবিআই (CBI) ৷ ওই ব্যক্তির নাম শেখ সাবির ৷ তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন ৷ এছাড়াও, বিভিন্ন সময় চিত্রগ্রাহক হিসাবেও কাজ করেন তিনি ৷ বীরভূমের (Birbhum) বাসিন্দা শেখ সাবির গত বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) সময়েও ভোট প্রক্রিয়ার ছবি সংগ্রহের দায়িত্ব পান ৷ বীরভূমের ইলামবাজার (Illambazar) এলাকায় তাঁর ডিউটি পড়েছিল ৷ স্থানীয় বিডিও অফিসের পক্ষ থেকে এই কাজের বরাত পেয়েছিলেন শেখ সাবির ৷ বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই ৷ এদিন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে (Durgapur) সিবিআই-এর অস্থায়ী কার্যালয়ে সাবিরকে জেরা করা হয় ৷ সাবিরের দাবি, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সরাসরি তেমন কোনও যোগাযোগ ছিল না ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST