পশ্চিমবঙ্গ

west bengal

সিমলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি

ETV Bharat / videos

Buildings collapse in Shimla: সিমলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, মৃত 1

By

Published : Aug 15, 2023, 10:57 PM IST

হিমাচল প্রদেশের সিমলার কৃষ্ণ নগরে তাসের ঘরের মতো ধসে গেল বাড়ি ৷ যেটি কসাইখানা বলে পরে জানা যায়। পরে সেখান থেকে উদ্ধার হয় একজনের দেহ ৷ ধ্বংসস্তূপের নীচে আরও মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভূমিধসের কবলে পড়েছে পাঁচটির বেশি বাড়ি-ঘর ও বহু যানবাহন। ঘটনাস্থলে পৌঁছন ডিসি-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। কসাইখানার পেছনে প্রথমে একটি বড় গাছ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এরপরেই হুড়মুড়িয়ে কসাইখানাটি ভেঙে পড়ে। কৃষ্ণ নগরে আগেও বহুবার এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই এখানে বাড়ি ঘরে ফাটল শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ৷ স্থানীয়রা রয়েছেন আতঙ্কে ৷ এমন পরিস্থিতিতে লোকজনও নিজেদের জিনিসপত্র নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা করে ৷ ডিসি সিমলা আদিত্য নেগি জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই চার-পাঁচটি বাড়ি খালি করা হয়েছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রবল বৃষ্টিতে একাধিক এলাকা বিপর্যস্ত ৷ প্রাকৃতিক বিপর্যয়ে তিনশোর বেশি গবাদি পশু ও অনান্য প্রাণী মারা গিয়েছে ৷ সারা রাজ্যে অত্যধিক বৃষ্টি ও ভূমিধসের ফলে অনেকের মৃত্যুর খবরও সামনে এসেছে ৷ বারবার ভূমিধসের কবলে পড়েছে একাধিক বাড়ি-ঘর ৷ বাসিন্দাদের সুরক্ষিত রাখতে তৎপর প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details