পশ্চিমবঙ্গ

west bengal

কালো চিতা

ETV Bharat / videos

Black Panther: রাস্তায় ছুটে বেড়াচ্ছে কালো চিতা, শৈলরানিতে চাঞ্চল্য - Black Tiger

By

Published : Apr 24, 2023, 2:04 PM IST

ফের পাহাড়ি রাস্তায় দেখা মিলল কালো চিতার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শৈলরানিতে । রবিবার বিকেলে দার্জিলিংয়ের বাজারের কাছে রাস্তা পার হতে দেখা যায় ওই কালো চিতাবাঘটিকে । সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এক গাড়ি চালক । 
এই বিষয়ে দার্জিলিংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার বিশ্বনাথ প্রতাপ বলেন, "পাহাড়ে এর আগেও কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ডের সন্ধান মিলেছে । এটিরও খবর নেওয়া হচ্ছে । কালো চিতাবাঘ আসলে চিতাবাঘের একটি জেনেটিক মানের কারণ । যে কারণে চিতাবাঘের শরীরে কালো রঙের পরিমাণ বেড়ে যায় ।"
তবে গোটা পাহাড়ে ব্ল্যাক প্যান্থার হিসেবেই জল্পনা ছড়িয়েছে । এর আগে 2020 সালে মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় এল কালো চিতাবাঘের দেখা মিলেছিল । তার আগেও 2020 সালে মিরিকেই কালো চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছিল । এছাড়াও 2022 সালে বক্সার জঙ্গলে এবং জয়ন্তী এলাকাতে কালো চিতার দেখা গিয়েছিল । ওই বছরই মানেভঞ্জন সংলগ্ন এলাকায় এক ব্ল্যাক প্যান্থারের দেহ উদ্ধার হয় । বন দফতর জানিয়েছিল, এলাকা দখল করতে গিয়ে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছিল দুই কালো চিতার । লকডাউনের সময়ে দার্জিলিং শহরেই ক্যামেরাবন্দি হয়েছিল ব্ল্যাক প্যান্থার । উত্তরবঙ্গের নেওড়াভ্যালি এবং বক্সা টাইগার রিজার্ভে আনাগোনা রয়েছে কালো চিতা । 

ABOUT THE AUTHOR

...view details