BJP Slams Mamata: এতদিনে ঘুম ভাঙল দিদির, মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ির সফরকে কটাক্ষ বিজেপির - হড়পা বান
উত্তরবঙ্গ সফরে গিয়ে জলপাইগুড়িতে হড়পা বানে (Flash Flood) ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তবে ঘটনা ঘটে যাওয়ার এত দিন পর মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ায় তাঁকে কটাক্ষ করলেন জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী (BJP Slams Mamata)৷ গত 5 অক্টোবর বিজয়া দশমীর দিন মালবাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা ধেয়ে আসে হড়পা বান । সেই ঘটনায় প্রাণ হারান 8 জন । সোমবার তাঁদের আত্মীয় পরিজনদের সঙ্গেই দেখা করবেন মমতা । সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST