NIA Inquiry Demand: বীরভূম করিডোর, জাতীয় সুরক্ষার প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি বিজেপির অনির্বাণের
শুধুমাত্র বীরভূমের (Birbhum) জন্য জাতীয় সুরক্ষার (National security) প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি (NIA Inquiry Demand) করলেন বিজেপির জাতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "বীরভূম হল পাচারের করিডোর । যে ভাবে অস্ত্র ও সামগ্রিক পাচার চলছে, তাতে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ৷ তাই এই তদন্ত শুধু ইডি আর সিবিআইয়ে সীমিত রাখলে হবে না ৷ আমার দাবি বীরভূমে এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ খুব প্রয়োজন এনআইএ তদন্তের ৷" গরু পাচার মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, "বীরভূমে এখনও পর্যন্ত হিম শিখরের চূড়া পাওয়া গিয়েছে ৷ আমরা চাই প্রত্যেক দুর্নীতিগ্রস্তকে জেরা করা হোক, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷ এই জেলায় আজ না হোক কাল, মানুষ ঠিক মুখ খুলবে ৷" এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে সমস্ত তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার কথা বলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST