পশ্চিমবঙ্গ

west bengal

প্রতিমা বিসর্জন

ETV Bharat / videos

Bijaya Dashami 2023: আবার এসো মা! নিউটাউন ঘাটে শুরু হল প্রতিমা বিসর্জন - Bijaya Dashami 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 4:24 PM IST

Updated : Oct 24, 2023, 8:03 PM IST

প্রতি বছরের মত এইবছরও নিউটাউন, রাজারহাট, সল্টলেক-সহ আশপাশের এলাকার ঠাকুর বিসর্জন পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ নিউটাউন বিসর্জন ঘাটে ব্যবস্থা করা হয়েছে প্রতিমা নিরঞ্জনের । বিভিন্ন আবাসন ও বাড়ির ঠাকুরের বিসর্জন পর্ব শুরু হয়ে গিয়েছে । ঢাকের আওয়াজ ও গানের তাল সঙ্গে মহিলাদের নাচে জমজমাট নিউটাউন বিসর্জন ঘাট ।

বিসর্জনের সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারির ব্যবস্থা করে হয়েছে বিসর্জন ঘাটে ৷ নিরাপত্তার দায়িত্বে নিউটন থানার তরফ থেকে পুলিশ কর্মীরা এবং এনকেডিএ কর্মীরা উপস্থিত হয়েছে বিসর্জন ঘাটে ৷ ঠাকুর বিসর্জনের সময়ে জলে কাউকে নামতেও দেওয়া হচ্ছে না ৷ এনকেডিএ’র কর্মীরা ঠাকুরকে গাড়ি থেকে নামাচ্ছেন এবং তাঁরাই জলে বিসর্জন করছেন প্রতিমা  ৷ 

প্রতিবছর নিউটাউন এনকেডিএ-র তরফ থেকে এই পরিষেবা দেওয়া হয় নিউটাউনবাসীকে ৷ পুজো শেষে দশমীতে কলকাতায় গঙ্গায় ঠাকুর বিসর্জনের জন্য দূরে যেতে হয় ৷ তাই এলাকাবাসীর সুবিধার্থে নিউটাউন বিসর্জন ঘাট তৈরি করা হয়েছিল ৷ তারপর থেকে প্রতিবছর নিউটন রাজারহাট এবং আশেপাশের এলাকা প্রতিমা নিরঞ্জন হয় এই নিউটাউন ঘাটে ৷ 

Last Updated : Oct 24, 2023, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details