Bhai Phonta 2022: হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ভাইফোঁটা দিলেন পুলিশকর্মীরা - বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন
ভ্রাতৃদ্বিতীয়ার পূর্ণলগ্নে বারুইপুর স্নেহ ও বারুইপুর মহিলা থানা যৌথ উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন থাকা পুরুষ বিভাগের অসুস্থ রোগীদের গণ ভাইফোঁটা (Bhai Phonta 2022) । এই অভিনব উদ্যোগে খুশি পুরুষ বিভাগে অসুস্থ থাকা রোগীরা। রাজ্য জুড়ে ভাইদের আরোগ্য কামনায় এই দিনটি সাড়ম্বরে পালন করা হয় প্রতিটি ঘরে ঘরে । বারুইপুর মহিলা থানার ও স্নেহ যৌথ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে । বৃহস্পতিবার সকালবেলা বারুইপুর মহিলা থানার পুলিশ আধিকারিকারা ও স্নেহ কর্ণধার পায়েল বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন হাসপাতালে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে ভাইফোটা দিয়ে 30 জন অসুস্থ মানুষকে ভাইফোঁটা দেয় মহিলা পুলিশ আধিকারিকেরা ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST