সামনে উৎসবের মরশুম, তার আগে উদ্বেগ বাড়াচ্ছে চিনা নিউমোনিয়া
Published : Dec 9, 2023, 7:41 PM IST
শীতে চেনা শত্রুর নাম নিউমোনিয়া। বেশ কয়েকদিন ধরেই চিনা শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ বাড়ছিল । শ্বাসকষ্ট, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও ক্রমবর্ধমান । আশঙ্কা করা হচ্ছিল, করোনাভাইরাসের মতো কোনওভাবে তা ভারতে প্রবেশ করবে না তো ? একাধিক সাবধানতা অবলম্বন করেছিল সরকার। কিন্তু, তার মধ্যেই শিশুদের আক্রান্ত হওয়ার খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি । সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা । তারই মধ্যে চিন জুড়ে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া। বহু শিশু এই রোগে আক্রান্ত । বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল । কিন্তু কী এই রোগ ? কোন বয়সের শিশুরা এই রোগে বেশি আক্রান্ত ? কীভাবে নিজেকে সুস্থ রাখা যাবে ? চিনা নিউমোনিয়া থেকে বাঁচতে তারই নিদান দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি সরকার । সামনেই বড়দিন, ঘুরতে বেড়িয়ে কীভাবে সন্তানকে সাবধানে রাখবেন, তার হদিশও দিলেন চিকিৎসক ।