পশ্চিমবঙ্গ

west bengal

চন্ডীতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

ETV Bharat / videos

Drinking Water Problem: পানীয় জলের দাবিতে আন্দোলন, বিক্ষোভকারীদের হটাতে পুলিশের লাঠিচার্জ - জলের সমস্যায় ভুগছেন

By

Published : Apr 23, 2023, 11:05 PM IST

গ্রীষ্মের এই তাপপ্রবাহের মধ্যেও পানীয় জল না-পেয়ে রবিবার বিক্ষোভে সামিল পানিহাটির 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । এলাকাবাসীরা সোদপুর-মধ্যমগ্রাম রোড থেকে চণ্ডীতলা মোড়ে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীদের হটাতে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷ তাতেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ৷ এদিকে দিনের বেলায় ব্যস্ত সময়ে পথ অবরোধ করে বিক্ষোভের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে । অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাবাসী জলের সমস্যায় ভুগছেন ৷ এমনকী কাউন্সিলরকে ফোন করলেও পাওয়া যায় না ৷ কখনও বা ফোন করলে ফোন কেটে দেয়। তার বাড়িতে গেলে দেখা করে না । প্রয় দু' বছর ধরে তাঁরা জলকষ্টে ভুগছেন। কাউন্সিলরকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ফল হয়নি ৷  এক বিক্ষোভকারী অসিত চক্রবর্তী বলেন, "কাউন্সিলরকে জানালে তিনি বলেন পৌরসভার তরফ থেকে না করলে তাঁর কিছু করার নেই । অথচ এলাকায় একটু বৃষ্টি জলে জলমগ্ন হয়ে পড়ে। আজ সকাল থেকে অবরোধ চললেও কাউন্সিলর আসেনি ৷"

ABOUT THE AUTHOR

...view details