পশ্চিমবঙ্গ

west bengal

খাঁচাবন্দি চিতাবাঘ

ETV Bharat / videos

Leopard in a Cage: ছাগলের লোভে খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন ডুয়ার্সের বাসিন্দারা - Leopard

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 6:17 PM IST

এক ছাগলেই বাজিমাত ! এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘ ছাগলের টোপে খাঁচাবন্দি মাত্র 2 ঘণ্টায়। এলাকায় চিতাবাঘের আতঙ্ক থেকে হাফ ছেড়ে বাঁচলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া এলাকায়। লেপার্ডের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওই এলাকার বাসিন্দারা। শেষমেষ লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, গত তিন দিনে এলাকার ছয়টি ছাগল সাবাড় করেছে লেপার্ডটি। এমনকী, সোমবার সকালেও এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের একটি ছাগলকে, চিতাবাঘ মেরেছে বলে অভিযোগ। এলাকায় লাগাতার চিতাবাঘের হানায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় বন দফতরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা গেলে জনগণের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। বাসিন্দাদের দাবি মেনে, এলাকায় খাঁচা বসানো হয় ৷ খাঁচায় টোপ হিসেবে দেওয়া হয় ছাগল। শেষমেষ খাবারের টোপ দেখেই খাঁচাবন্দি হয় লেপার্ডটি। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। জানা গিয়েছে, লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে, সাধারণ বাসিন্দারা হাঁফ ছেড়ে বেঁচেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details