পশ্চিমবঙ্গ

west bengal

1265 kg Huge Laddu Going Ayodhya

ETV Bharat / videos

নিজামের শহর থেকে রামরাজ্যে যাচ্ছে 1265 কেজি'র লাড্ডু, দেখুন ভিডিয়ো - হায়দরাবাদ

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 4:34 PM IST

Updated : Jan 18, 2024, 10:01 AM IST

1265 kg Huge Laddu Going Ayodhya: 22 জানুয়ারি আসতে আর বাকি মাত্র কয়েকটা দিন। সেই শুভ মুহূর্তের অপেক্ষায় দেশবাসী। ওইদিনই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আদরের রামলালার জন্য ইতিমধ্যেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে বহু রাম ভক্ত উপহারের ডালি পাঠাচ্ছেন । সেভাবেই বুধবার হায়দরাবাদের ক্যান্টনমেন্ট পিকেট এলাকার শ্রীরামা ক্যাটারিং সার্ভিসের মালিক নাগভূষণম রেড্ডি এবং কৃষ্ণা কুমারী রামলালার জন্য বিশেষ 1265 কেজির লাড্ডু বানিয়েছেন ৷

এবিষয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের রামমন্দির ট্রাস্টের প্রতিনিধি চম্পত রাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন ৷ দম্পতি জানিয়েছে, বিশাল লাড্ডু নিয়ে যাওয়ার ব্যাপারে তারা অনুমতি পেয়েছে ৷ হায়দরাবাদ থেকে আজ একটি ফ্রিজে কাচের বাক্সে সেই লাড্ডু নিয়ে যাওয়া হচ্ছে অযোধ্যায়। ওই দম্পতি আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি এই লাড্ডুর যাত্রা শুরু করবেন ৷ এলাকার তাদবন্দের শ্রী বীরঞ্জনেস্বামী মন্দির থেকে পুজো দিয়ে এই যাত্রা শুরু হবে ৷ নিজামের শহরের এই ব্য়ক্তির মতো দেশের নানা প্রান্ত থেকে বহু রাম ভক্ত নানা উপহার পাঠাচ্ছেন রাম মন্দিরে। কেউ পাঠিয়েছেন 2100 কেজির ঘণ্টা । কেউ আবার বানিয়েছেন, 108 ফুট লম্বা ধূপকাঠি থেকে শুরু করে  1100 কেজি ওজনের বিশাল প্রদীপ ৷ 

Last Updated : Jan 18, 2024, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details