পশ্চিমবঙ্গ

west bengal

শুধু টাকার জন্য ছবি করেন না জিতু কমল

ETV Bharat / videos

Jeetu Kamal New Film: 'শুধু অর্থের জন্য ছবি করি না', ইটিভি ভারতকে বললেন জিতু কমল - জিতু কমল

By

Published : Apr 29, 2023, 7:47 PM IST

অনীক দত্ত'র 'অপরাজিত' তাঁকে পৌঁছে দিয়েছিল সাফল্যের শিখরে। অভিনয়শৈলীর জোরে অনেকদিন আগেই টলিউডে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন জিতু। ছোটপর্দা তো বটেই, এখন বড় পর্দাতেও তাঁর অবাধ বিচরণ। 'অপরাজিত'র পর ন'মাস কোনও কাজ করেননি তিনি। ভালো চরিত্রের অপেক্ষায় ছিলেন। অনেকে বলেছিলেন অনেক কথা। জিতু তাঁদের উদ্দেশে বলেন, "যে ছবিতে আমি নিজেকে দেখতে পাই না সেই ছবিতে শুধু অর্থের জন্য আমি সই করি না।" 'তিতুমীর'-এর কাজ আপাতত স্থগিত । তবে 'অরণ্যের দিনরাত্রি'-র কাজ শেষ করেছেন সম্প্রতি । জিতের প্রযোজনায় 'মানুষ' ছবিতেও অভিনয় করেছেন জিতু । এরপর আবার অংশুমান প্রত্যুষ পরিচালিত 'বাবুসোনা' এবং 'আপনজন' ছবিতে অভিনয় করছেন তিনি । ছবি দু'টির শুভ মহরৎ হয়ে গেল 28 এপ্রিল । জিতু কমলের অভিনয় এর আগেও মুগ্ধ করেছে অনুরাগীদের ৷ আরও একবার তিনি নজর কাড়লেন এমনটাই আশা সকলের ৷ 'বাবুসোনা' ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তীকে ৷ আর 'আপনজন' ছবিতে তিনি জুটি বাঁধছেন ঋতাভরীর সঙ্গে । নতুন দুই নায়িকা নিয়ে ইটিভি ভারতকে কী বললেন তিনি? 

ABOUT THE AUTHOR

...view details