পশ্চিমবঙ্গ

west bengal

Roopa Ganguly Exclusive

ETV Bharat / videos

Roopa Ganguly Exclusive: এমনও শুনেছি আমি নাকি এমপি ইলেকশনে দাঁড়াব বলে বীথি চরিত্রটা খারাপ করানো হচ্ছে: রূপা - exclusive interview

By

Published : May 7, 2023, 3:52 PM IST

Updated : May 7, 2023, 7:59 PM IST

বাংলা ধারাবাহিক 'মেয়েবেলা' থেকে নিজেই বিদায় নিয়েছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় । তাঁর জায়গায় অভিনয় করতে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে । কেন এই চরিত্র থেকে সরে গেলেন অভিনেত্রী ? তিনি জানান, "এই সময়ে দাঁড়িয়ে একজন শাশুড়ি তাঁর পুত্রবধূর গালে চড় মারছেন, এটা আমি মেনে নিতে পারব না । একইভাবে সোনার চেইন কেউ ড্রেনে ফেলে দেয় এবং সেটা পাওয়া যায় এটাও অসম্ভব । এক থালা ভাত ফেলে দিতে বলা হয়েছিল আমাকে । আমি রাজি হইনি । খুব গরিব ঘর থেকে উঠে এসেছি আমি । এই কাজ আমার দ্বারা হত না । তাই কাজ থেকে সরে এসেছি । প্রযোজকের সঙ্গে কোনও ঝামেলা আমার হয়নি ।" অভিনেত্রীর কথায়, "অনেককে বলতে শুনেছি আমি নাকি সাংসদ নির্বাচনে দাঁড়াতে চলেছি বলে বীথির চরিত্রটাকে এত খারাপ করে দেখানো হচ্ছে । এটা শুনে আমার খুব হাসি পেয়েছে ।" কবে আবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে তাঁকে ? একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে সেই উত্তর দেওয়ার পাশাপাশি আরও অনেক কথা জানালেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ 

Last Updated : May 7, 2023, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details