Debasree Roy: 'কেমিস্ট্রি মাসি'র মেক-আপ রুমে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় দেবশ্রী রায় - মেক আপ রুমে গল্পে আড্ডায় দেবশ্রী
Published : Nov 8, 2023, 8:13 PM IST
'কুহেলি'তে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে নজর কেড়েছিলেন কত কাল আগে ৷ তারপর আবার 'রক্তেলেখা' ছবিতে 'কলকাতার রসগোল্লা' গানের সঙ্গে চোখ ধাঁধানো নাচে মানুষের মন জয় করেছেন ৷ আবার তাঁর নাম করলেই মনে পড়ে যায় তাপস পালের সঙ্গে তাঁর জুটির কথা ৷ এরপর 'ঊনিশে এপ্রিল' ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছেন ৷ এছাড়া 'অসুখ'-এর মতো ছবিতেও নজর কেড়েছিল তাঁর অভিনয় ৷ বাংলা ছবিতে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন দেবশ্রী রায় । এখানেই শেষ নয়, হিন্দি ভাষায় 'মহাভারত' ধারাবাহিকে গান্ধারীর চরিত্রে অভিনয় করেন তিনি। পা রেখেছিলেন রাজনৈতিক মঞ্চেও। এহেন দেবশ্রী রায়ের এবার অভিষেক হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। সৌরভ চক্রবর্তী পরিচালিত 'কেমিস্ট্রি মাসি' ওয়েব সিরিজে তিনিই কেমিস্ট্রি মাসির চরিত্রে। এই কেমিস্ট্রি মাসির মধ্যেই নাকি রয়েছে মিস্ট্রি! বিষয়টা এক প্রকার গুছিয়েই খুলে বললেন অভিনেত্রী। চিরকালই চরিত্র নির্বাচনের ব্যাপারে খুব খুঁতখুঁতে। তাই তুলনায় কাজও কমই করেন তিনি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে খুব শীঘ্রই 'শাস্ত্রী' ছবিতে দেখা যাবে তাঁকে। ইচ্ছে আছে ছবি পরিচালনার। কেন সরে দাঁড়ালেন রাজনীতি থেকে? সবকিছু নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন দেবশ্রী রায়।